শ্রমিক ও জনতার অধিকারের কথা থাকবে এমন একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। আজ শুক্রবার বিকেলে গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষের কথা, শ্রমিকের কথা, সকল শ্রেণি পেশার মানুষের অধিকারের কথা সংবিধানে সুস্পষ্ট করতে হবে। বাংলাদেশের পুরোনো যে সংবিধান, সেই সংবিধানে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয় নাই, জনতার অধিকার নিশ্চিত করা হয় নাই। এই সংবিধান মানুষকে মুক্তি দিতে পারে নাই। সে জন্য অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, অবশ্যই শ্রমিক - জনতার অধিকারের কথা থাকবে- এমন একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। নতুন সংবিধানই আমাদের রাজনৈতিক সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে। এনসিপি শ্রমিক উইংয়ের উদ্যোগে...