জাকসু নির্বাচনে ফয়জুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে এসে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। তার মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনাই দায়ী বলে জানিয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক সুলতানা আক্তার। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি গতকাল জাকসু নির্ব্চনে নওয়াব ফয়জুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।আরো পড়ুন:জাকসুর ফলাফল দিতে ‘আজকের রাতটি চায়’ নির্বাচন কমিশনজাকসু নির্বাচন: ২১টির মধ্যে ২০টি হলের ভোট গোনা শেষ সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি অভিযোগ দিয়ে বলেন, “গতকাল সারা দিন আবাসিক হলে ভোট নেওয়া হয়েছে। তাহলে আবাসিক হলে ভোট কাউন্ট কেন করা হলো না। করলে গতকাল রাতের মধ্যেই...