বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা জায়ামাতে ইসলামীকে চিতাবাঘের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, এটি (জামায়াত) চিতাবাঘ যা কখনো তার অবস্থান করে না। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে ‘আমরা কি বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত?’ শীর্ষক আলোচনায় দেওয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশীর সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও, দেশটিকে তার মূল স্বার্থের বিরুদ্ধে কাজ করে এমন যে কোনো ব্যবস্থার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। ভারতের শীর্ষ এ কূটনীতিক বলেন, যেই ক্ষমতায় আসুক তার সঙ্গে আমরা কাজ করবো বলা ঠিক আছে। কিন্তু কেউ যদি আপনার স্বার্থবিরোধী কাজ করে তাহলে তা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। ভারত প্রতিবেশীদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে সম্মান করে উল্লেখ শ্রিংলা বলেন, ‘কিন্তু এটি যখন ভারতের সীমান্ত...