বরিশাল জেলার মুলাদী উপজেলায় ছাত্রশিবিরের নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের অতর্কিত হামলার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথমে মুলাদী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শেষ হয় একটি সমাবেশে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা সভাপতি মো. আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক বরিশাল জেলা সভাপতি সানাউল্লাহ সাজিদ এবং বর্তমান জেলা সেক্রেটারি জনাব সাইয়্যেদ আহমেদ। এছাড়াও উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথি মো. আকবর হোসেন তার বক্তব্যে বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই, মুলাদীতে ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর এই হামলাকে আমরা তীব্র নিন্দা জানাই। হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত থাকলে আমরা শিক্ষার্থীদের নিয়ে তা প্রতিহত করব।...