রাজধানীর মিরপুর থানার পাইকপাড়া এলাকায় সরকারবিরোধী স্লোগান দেওয়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ছয় নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। আজ আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন। জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের পুলিশ প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য জানান। আসামিরা হলেন– পাবনার সুজানগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও...