১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল রাতের রাতের মধ্যেই দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোট গণনা শেষ করে রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। তবে, সেটার নির্দিষ্ট সময় নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাতের শেষভাগেও করা হতে পারে। তিনি বলেন, দ্রুত ভোট গণনার জন্য জনবল বৃদ্ধি করা হয়েছে। প্রার্থীদের এজেন্টের সামনে স্বচ্ছতা বজায় রেখে ভোট গণনা করা হচ্ছে। নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট নেই এমন কাউকে ভোট গণনায় রাখা হয়নি। এর আগে, জাবির উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন,...