১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম কুষ্টিয়ার কুমারখালীতে খালার বাড়ি বেড়াতে এসে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু চুয়াডাঙ্গার বেলগাছি এলাকার মামুনের ছেলে আব্দুল্লাহ (৭)। নিহতের নানী মোমেনা খাতুন জানান, বৃহস্পতিবার সকালে তিনি, তার মেয়ে ও নাতি আব্দুল্লাহকে নিয়ে অপর মেয়ের বাড়ি বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে স্থানীয় সমবয়সী শিশুদের সঙ্গে আব্দুল্লাহ পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর সঙ্গীরা এসে আব্দুল্লাহর পানিতে ডুবে যাওয়ার ব্যাপারে জানায়। পরে দ্রুত পুকুরে নেমে তাকে খোজাখুজি করে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জানান, তেবাড়িয়া এলাকায়...