১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এর উপর বর্বর হামলায় জড়িতদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্র জনতা। শুক্রবার ৬ টায় বাড্ডায় এই বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এসময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন," নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলা করে গত ২৯ আগষ্ট রাতে। সেদিন পুলিশ এবং সেনাবাহিনীর কতিপয় সদস্য নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল। সেই হামলার আজকে ১৪ দিন পেরিয়ে গেলেও দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেদিন হামলায় কারা জড়িত ছিলো সেটার স্পষ্ট ফুটেজ থাকার পরও কারও বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া দুঃখজনক। তিনি বলেন, সেই...