জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হল সংসদের ভোটের গণনার কাজ শেষ হয়েছে। এখন কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নির্বাচনের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল গণমাধ্যমকে বলেন, ‘২০টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। সবশেষ শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের ভোট গণনাও শেষ হয়েছে।’ আরও পড়ুনআরও পড়ুনশুক্রবারের মধ্যে ফল প্রকাশের আলটিমেটাম শিবির-সমর্থিত প্যানেলের ‘এখন হলের পোলিং এজেন্টদের ডাকা হয়েছে। আশা করছি, কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় সংসদের ভোট গণনাও শুরু হয়ে যাবে’-যোগ করেন তিনি। ১২ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী বৃহস্পতিবার দিনভর ভোটাধিকার প্রয়োগ করেন। কয়েকটি হলে দীর্ঘ লাইন থাকায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে সেসব ব্যালট বাক্স হল থেকে সিনেট ভবনে নিয়ে আসা হয়। সেখানে রাত ১০টার পর থেকে...