প্রবাসীদের বিভিন্ন সমস্যার আইনি সমাধানের লক্ষ্যে ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সংগঠনের সুইডেন শাখার আয়োজনে এক সেমিনারে এ আহবান জানান তিনি। গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ছটায় সুইডেনের স্টকহোমের কিস্তা ট্রাফ কনফারেন্স হলে বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে এ সেমিনারের আয়োজন হয়। অনুষ্ঠানে প্রবাসীরা বাংলাদেশ ভ্রমণের সময় বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকার লঙ্ঘন এবং প্রতিকার না পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন সুইডেন প্রবাসী মীর মুরতাজা হোসেন, হেলাল উদ্দিন, সালেহ রহমান, আইনুল হক, এম. খুরশেদ আলম চৌধুরী প্রমুখ। অ্যাডভোকেট মনজিল মোরসেদ সেমিনারে বলেন, হাজার হাজার প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু এই প্রবাসীদের দেশ ভ্রমণকালে বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় নানা ধরণের হয়রানির শিকার হলেও যথাযথ...