কাজী নাজমুল কবির রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমিতে অফিস সহায়ক পদে কর্মরত। তিনিও টিসিবির কার্ড পেয়েছেন। অন্যদের মতো তার কার্ডেও পেশা হিসেবে দিনমজুর লেখা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নাজমুল বলেন, ‘আমার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র মহল্লার লোকজন নিয়েছিলেন। তাঁরা পেশা হিসেবে কার্ডে কী লিখেছেন, সেটা বলতে পারব না। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি করপোরেশন আগের কার্ড বাতিল করে। নতুন টিসিবি কার্ডের তালিকা করতে দুটি রাজনৈতিক দলের ওই নেতাদের নিয়ে একটি কমিটি করা হয়েছিল। তারা সম্প্রতি নতুন তালিকা করেছেন। এই ওয়ার্ডে ২ হাজার ৫৩০টি কার্ড আছে। এগুলোর মধ্যে কিছু কার্ড সম্প্রতি বিতরণ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, কার্ড পেয়েছেন সচ্ছলেরা। বাদ পড়েছেন প্রকৃত দুস্থ, গরিব, দিনমজুর, বিধবা এমনকি প্রতিবন্ধী ব্যক্তিরাও। তাদের একজন...