চাঁদপুরে কবুল পড়ার সময়ে জানাজা হলো হাজীগঞ্জের রনির।নিয়তি নিষ্ঠুর এটাই সত্য। যখন বসবে বিয়ের পিড়িতে, কাজী কবুল পড়াবে, ঠিক সেই সময়ে জানাজা পড়া হলো রনি মিজি (১৯) নামের এক যুবকের। কলেজ জীবনের সহপাঠীর সাথে প্রেমের সস্মর্কের কারনে পারিবারিকভাবে এ বিয়ের আয়োজন চলছিলো। ঠিক যখন ছেলে মেয়ের বাড়িতে একই সময় গায়ে হলুদের অনুষ্ঠান চলছে তখন ঘটে বিপত্তি। নিজ বাড়িতে নিজ গায়ে হলুদ অনুষ্ঠানে ষ্টোক করে রনি। তাৎক্ষনিক তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায় রনি। শুক্রবার জুম্মার নামাজের পর তার বিয়ে হওয়ার কথা। ঠিক যে সময় কবুল পড়বে ঠিক সে সময়ে জানাজা হলো রনির। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ২০২৫) রাতে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মিজি বাড়িতে। রনি এ বাড়ির প্রবাসী বিল্লাল মিজির ছেলে। হবু বধূ প্রেমিক সহপাঠী পাশের...