দুলু আরও বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে নির্যাতিত, হত্যা-গুমের শিকার হওয়া বঞ্চিত কোনো নেতাকর্মী ও তার পরিবারের সদস্যদের অবহেলা করা হবে না, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিএনপির নাম দিয়ে কেউ অন্যায় করলে, চাঁদাবাজি, দখল, সন্ত্রাস করলে, ফ্যাসিস্টদের আশ্রয়-প্রশ্রয় দিলে কোনোভাবেই তা মানা হবে না।তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের আর ঘরে বসে থাকলে চলবে না। নির্বাচন আর বেশি দূরে নয়। দলের প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষকে বিএনপির কথা তুলে ধরতে হবে। ধানের শীষে ভোট চাইতে হবে।বিএনপি নেতা হাবিবুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য মো. নাসিম উদ্দিন নাসিম ও হাফিজুল ইসলাম হাফিজ,...