আসছে দুর্গাপূজা…পূজোর গন্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বাতাসে। কাঠামোর গায়ে মাটি পড়ছে, ঢাকের রিহার্সাল শুরু হয়ে গেছে আর বাঙালির হৃদয়ে জমছে উৎসবের আবেগ। হ্যাঁ, আবার এসেছে সেই কাঙ্ক্ষিত সময়— দুর্গাপূজা ২০২৫।শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর সকালের মৃদু রোদ যেন ঘোষণা দিচ্ছে, দেবী দুর্গা আসছেন। দেবীর আগমন কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঙালির আত্মার উৎসব, মিলনের সময় আর এক অনন্য সাংস্কৃতিক উদযাপন।২০২৫ সালের দুর্গাপূজার সময়সূচিএই বছর দুর্গাপূজা পড়েছে সেপ্টেম্বর-অক্টোবর মাসে। সময় দেখে মনে হচ্ছে এবার একেবারে জমজমাট ছুটি আর উৎসবের মধ্য দিয়ে কাটবে পুজোর ক'টা দিন।ডাবিং নিয়ে সুখবর দিল ইউটিউবমহালয়া :২১ সেপ্টেম্বর (রবিবার)ষষ্ঠী :২৮ সেপ্টেম্বর (রবিবার)সপ্তমী :২৯ সেপ্টেম্বর (সোমবার)অষ্টমী :৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার)নবমী :১ অক্টোবর (বুধবার)বিজয়া দশমী :২ অক্টোবর (বৃহস্পতিবার)উৎসবের আবহ ও তাৎপর্যদেবী দুর্গা শুধু শক্তির প্রতীক নন, তিনি মাতৃত্ব, প্রেম...