জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস বিয়ে করেছিলেন সহপাঠীকে। কিন্তু এখনো স্বামীর ঘরে যাওয়া হয়নি তার। পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ জানুয়ারি ধুমধাম করে অনুষ্ঠানের মাধ্যমে মেহেদিরাঙা হাতে সংসার জীবনে প্রবেশের কথা ছিল তার। তবে তা আর হলো না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে অসুস্থ হয়ে মারা যান সহকারী অধ্যাপক জান্নাতুল (৩১)। জান্নাতুল পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুমী খন্দকারের মেয়ে। এই একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা। রুমী খন্দকারের সহকর্মী উৎপল মীর্জা বলেন, ‘রুমী ভাই একদম ভেঙে পড়েছেন। জান্নাতুল একমাত্র সন্তান তাদের।’ উৎপল জানান, ছয় মাস আগে জান্নাতুলের বিয়ে ঠিক হয় এবং আপাতত তা রেজিস্ট্রি করে রাখা হয়। আগামী বছরের ৫ জানুয়ারি ধুমধাম করে অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বামীর...