চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে স্থগিত করা হয়েছে কক্সবাজারে জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ধারণ ক্ষমতার কয়েকগুণ দর্শকের এলোমেলো উপস্থিতির কারণে সঠিক সময়ে খেলা শুরু হয়নি। এজন্য টিকিট কেটে গ্যালারি ও মাঠে ঢোকা দর্শকরা উত্তেজিত হয়ে ভাঙচুর শুরু করেন। তাদের চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপে প্রেস বক্স, জেলা ক্রীডা সংস্থার অফিস তছনছ করে ফেলা হয়েছে। দর্শকদের এ তাণ্ডব থামাতে ব্যাপক লাঠিলার্জ শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ভাঙচুর ও সংঘর্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও), পুলিশ কর্মকর্তাসহ শতাধিক ব্যক্তি আহত হন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল আজ বিকেলে। ফাইনালে রামু ও টেকনাফ উপজেলা ফুটবল দল...