বরিশাল:বরিশালের মুলাদীতে প্রকাশ্য দিবালোকে কৃষক বাবুল বেপারীকে (৫৫) কুপিয়ে একটি হাত ও পা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। এ সময় নিহতের ভাই ছালাম বেপারীর ছেলে (ভাতিজা) আলীম বেপারী ও ফেরদৌস বেপারীরর স্ত্রী রেশমা বেগমকে কুপিয়ে-পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মুলাদী উপজেলার সদর ইউনিয়নের দড়িচর-লক্ষীপুর গ্রামের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল বেপারী (৫৫) দড়িচর-লক্ষীপুর গ্রামের মৃত গহর আলি বেপারীর ছেলে। অপরদিকে নিহত বাবুল বেপারীর ভাতিজা আলিম বেপারী ও রেশমা বেগমকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের স্বজনরা জানান, শুক্রবার বিকেলে কাঠের পুলে দাঁড়ানো ছিলেন আলিম বেপারী। এ সময় প্রতিপক্ষ করিম মল্লিক ও তার ছেলে ইউসুফ মল্লিক, রফিক মল্লিক, তামিম মল্লিক ও ইয়াসিন মল্লিক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা...