হংকংকে উড়িয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। সেই রেশ না কাটতেই শ্রীলংকার মুখোমুখি হচ্ছে টাইগাররা। শনিবার (১৩ সেপ্টেম্বর) একে অপরের মোকাবেলা করবে তারা। সাম্প্রতিক সময়ে যেকোনো পর্যায়ের ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ২০১৮ সালের নিদাহাস ট্রফির পর থেকে লঙ্কান-টাইগার লড়াইটা বেশ জমছে। এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। ফলে আরও একটা রোমাঞ্চকর ম্যাচের প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা। এ নিয়ে নানাজন নানা মন্তব্য করছেন। সেই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর। তিনি মনে করেন, শ্রীলংকাকে হারাতে পারলে সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ। ওয়াসিম জাফর বলেন, আমার মনে হয় নিশ্চিতভাবে সূচি বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। তারা একটা ভালো জয় পেয়েছে, কন্ডিশনও একটু বেশি চিনেছে। ম্যাচটা শ্রীলংকার চেয়ে বাংলাদেশের জন্য সহজ হবে। কন্ডিশনের কারণে ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হলেও লিটন...