জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল শুক্রবারের মধ্যেই প্রকাশের আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আলটিমেটাম দেন।মাজহারুল ইসলাম বলেন, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই— আজকের মধ্যেই যদি ভোট গণনা সম্পন্ন ও ফলাফল প্রকাশ না করা হয়, তাহলে আমরা কঠোর অবস্থান নেব। কোনোভাবেই এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।তিনি অভিযোগ করে বলেন, বিএনপি-সমর্থিত কিছু শিক্ষক ও ছাত্রদল নেতারা নানা অজুহাতে ভোট গণনা প্রক্রিয়া স্থগিতের ষড়যন্ত্র করছেন।শিক্ষার্থীদের সিনেট ভবনে জড়ো হওয়ার আহ্বান শিবিরের ভিপিপ্রার্থীরভোট গণনায় ওএমআর পদ্ধতি বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও অমানবিক’ দাবি করে মাজহারুল বলেন, ভোটগ্রহণের দিন ব্যবস্থাপনায় ছিল বিশৃঙ্খলা ও অনিয়ম। তার...