চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ধাক্কা দিলে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ সময় আরও চারজন আহত হন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসে। তারা আহত ও নিহতদের উদ্ধার করে। নিহতরা হলেন গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যা মুসকান। আহতরা হলেন নিহত গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), গোলাম সরওয়ারের বন্ধু সাগর (৩০) ও গাড়ি চালক গিয়াস উদ্দিন (৩০)। আহতদের মধ্যে সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতরা সকলেই রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা। প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার ভোরে...