জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা ম্যানুয়ালি করতে গিয়ে সংশ্লিষ্টদের অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে। তাদের এই অমানবিক কষ্ট ইতিহাস হয়ে থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাচার্য কামরুল বলেন, ভোটের গণনা মেশিনে করার কথা থাকলেও একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তা স্থগিত করা হয়। এ অবস্থায় নির্বাচন সংশ্লিষ্টদের ম্যানুয়ালি ভোট গণনা করতে হচ্ছে, এতে অমানবিক পরিশ্রম হচ্ছে। আপনাদের কষ্টের কথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস হয়ে থাকবে। তিনি আরও বলেন, ডাকসু হয়েছে, জাকসু হচ্ছে। এর মাধ্যমে ২৪-এর যে গণআকাঙ্ক্ষা ছিল সেটা পরিপূর্ণ হবে। আমি বিশ্বাস করি, সেই চেতনার জায়গা থেকে আপনারা অতিরিক্ত পরিশ্রম করে যাচ্ছেন। কামরুল আহসান বলেন, জাকসুর সভাপতি হিসেবে আমি এখানে আশপাশেই...