বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সকালে গোগা সীমান্তের হরিশচন্দ্রপুর গ্রাম থেকে আটক করে। আটককৃতদের মধ্যে দুই জন পুরুষ ও দুই জন নারী। আটককৃতরা হলো যশোর জেলার অভয়নগর থানার কামরুল মোল্লার ছেলে মিঠু মোল্যা (৩২) একই থানার আহমদ সরদার এর ছেলে মিজানুর রহমান (৪৫) যশোর কোতয়ালী থানার ছরোয়ার বিশ্বাস এর মেয়ে শাপলা খাতুন (২৩) পিরোজপুর জেলার রতন খলিফার মেয়ে সুমি আক্তার (২৪)। খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বারিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো...