দুর্নীতি বিরোধী তীব্র বিক্ষোভ ও সরকার পতনের পর নেপাল এখন রাজনৈতিক শূন্যতায় নতুন নেতৃত্বের সন্ধান করছে। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ও সেনাপ্রধান অশোক রাজ সিগডেল অন্তর্বর্তীকালীন একজন ঐক্যমত্যপূর্ণ নেতা খুঁজে বের করতে রাজনৈতিক দল ও যুব আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন।এএফপি জানায়, টানা সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন। ২০০৮ সালের মাওবাদী যুদ্ধ শেষ হওয়ার পর এটাই সবচেয়ে ভয়াবহ সংঘাত। বিক্ষোভে অংশ নেওয়া তরুণরা সংসদ ভাঙার দাবি তুলেছে। প্রার্থীদের মধ্যে প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম আলোচনায় আছে।গত মঙ্গলবার বিক্ষোভকারীরা সংসদ ভবন, সরকারি দফতর ও একটি হোটেলে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এর পর প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন এবং সেনাবাহিনী রাস্তায় নেমে আসে। সেনারা ১০০টিরও বেশি লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে, তবে এখনও...