জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু এবং হল সংসদগুলোর ফলাফল রাতের মধ্যেই দেওয়ার আশা করছে নির্বাচন কমিশন। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, “আশা করি, আজকে রাতের মধ্যেই আমরা ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণার ব্যবস্থা করতে পারব। আমরা সুনির্দিষ্ট সময় বলতে পারছি না।” এদিন সকালে ভোট গণনার দায়িত্ব পালন করতে গিয়ে মারা যান শিক্ষক জান্নাতুল ফেরদৌস। সেই কারণে এবং জুমা ও দুপুরের খাবারের জন্য কিছু সময় করে ভোট গণনার কাজ স্থগিত ছিল। পরে আবার শুরু হয়। ভোট গ্রহণের পর প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি। দ্রুত ফল ঘোষণার দাবিতে শুক্রবার সন্ধ্যার দিকে জাকসুর সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা৷ এর মধ্যে সিনেট ভবনে দায়িত্ব পালনকারী এক পোলিং...