বিশেষ প্রতিবেদকঃউচ্চ দরে চালের বাজারে ক্রেতার নাভিশ্বাস। স্বস্তি নেই ডিমের বাজারে। মুরগি কিংবা পিঁয়াজও হাতের নাগালের বাইরে। অথচ সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দেশে মূল্যস্ফীতি কমছে। বিশ্লেষকরা বলছেন, এ এক অদ্ভুত বৈপরীত্য— বাজারের বাস্তবতায় ভোক্তা যেখানে দিশাহারা, সেখানে পরিসংখ্যানে আশার খবর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য বলছে, আগস্ট মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.২৯ শতাংশে। এটি গত তিন বছরে সবচেয়ে কম হার। তবে এর মানে এই নয় যে, বাজারে নিত্যপণ্যের দাম কমেছে। বরং উল্টো, খাবার-দাবারের ক্ষেত্রে দাম আরো বেড়েছে। বিবিএসের তথ্য অনুযায়ী, শুধু খাদ্যপণ্যের ক্ষেত্রেই মূল্যস্ফীতি এখন ৭.৬০ শতাংশ, যা আগের মাসে দশমিক ০৪ পয়েন্ট কম ছিল। সহজভাবে বলতে গেলে—ভাত, ডাল, ডিম, মুরগি, পিঁয়াজের মতো প্রতিদিনের খাবারের দাম ক্রেতাদের পকেট থেকে আগের চেয়ে বেশি টাকা বের করে নিচ্ছে। কিন্তু...