পুলিশি হয়রানির অভিযোগে শিবালয়ে অভিনব প্রতিবাদ করেছে এক যুবক। একই কারণে ঐ যুবকের পক্ষে এলাকাবাসী পুলিশের বিচার চেয়ে মানববন্ধন করেছেন এবং জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের শিবালয়ের ধুতরাবাড়ী গ্রামে । এলাকাবাসী বলেন, বসতবাড়ির জমি সংক্রান্ত বিষয়ে রফিকুল ইসলামের বড় ভাইয়ের স্ত্রী সালমা আক্তার রফিকের বিরুদ্ধে শিবালয় থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ তদন্ত না করেই পুলিশ গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রফিককে থানায় ডেকে তার কোন কথা না শুনেই তার পৈতৃক বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। এতে সে রাজি না হলে অকথ্য ভাষায় গাল মন্দ ও মারধরের ভয়সহ নানাবিধ হুমকি দিয়ে হাজত খানায় আটকে রাখা হয় । সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে রাত গভীরে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। বক্তারা আরো বলেছেন, রফিকুল...