১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নারীর মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। নতুন বাংলাদেশ গড়তে অগ্রাধিকার ভিত্তিতে বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করা এবং শিক্ষাজীবন শেষে তরুণীদের জন্য কর্মক্ষেত্র উন্মুক্ত করা হবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের মুমিনছড়ায় “নারীর মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিতে যথাযথ পদক্ষেপে বিএনপির অঙ্গীকার” শীর্ষক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে খাদ্য নিরাপত্তার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যা পরিবারের মা বা গৃহিণীর নামে প্রদান করা হবে। কোনো দলীয় প্রভাব খাটিয়ে কাউকে বঞ্চিত করার সুযোগ থাকবে না। নারীর জন-প্রতিনিধিত্ব বৃদ্ধি, মতপ্রকাশের স্বাধীনতা, কারিগরি ও...