১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম সিলেট জেলার ৭ টি সীমান্ত পথ দিয়ে দুই দিনে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিজিবির ৪৮ ও ১৯ ব্যাটালিয়ন পৃথক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ১১ ও ১২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকা ও জৈন্তাপুরের হরিপুর এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে তামাবিল, পান্থুমাই, সংগ্রাম বাংলাবাজার ও মিনাটিলা বিওপি'র টহল দল কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় ক্রিম, ক্লপ জি ক্রিম, হোয়াইটটোন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, স্কিন সাইন ক্রিম, মোস্তাক ফেসওয়াস, নাসির উদ্দিন বিড়ি, কিটক্যাট, জিরা, বিস্কুট, ফুচকা, চিনি, ট্রাক...