ঢাকার মিরপুরে পাইকপাড়া এলাকায় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে দুইদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সরকারবিরোধী মিছিল করার অভিযোগে সন্ত্রাস বিরোধ আইনের মামলায় গ্রেপ্তার এই ছয়জনকে রিমান্ডে চেয়ে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া এ আসামিরা হলেন- পাবনার সুজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. জুয়েল রানা, চট্টগ্রামের ইসলামিয়া কলেজের সাবেক সহসাধারণ সম্পাদক (এজিএস) ও ছাত্রলীগকর্মী আল নোমান সাইফ, যুবলীগ কর্মী মো. জুলহাস, ছাত্রলীগকর্মী ইমন হোসেন খান মানিক, আওয়ামী লীগ কর্মী মো. সাগর হোসেন ও ওহিদুল ইসলাম সুমন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, “এদিন আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল...