জুলাই সনদ বাস্তবায়ন চূড়ান্ত না করে দেশে কোনো সাধারণ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে গণপরিষদ নির্বাচন অথবা ‘হ্যাঁ-না’ ভোটের আয়োজন করতে হবে। তিনি বলেন, ‘এই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচনের পর আরও পাঁচ বছর অপেক্ষা করতে দেশের ছাত্র-জনতা জুলাই যুদ্ধে জীবন দেয়নি।’ ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি ও আরও কয়েকটি বড় রাজনৈতিক দল ভোটারদের প্রকৃত চাওয়া বুঝতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘এই নির্বাচনে মূলত রাজনীতির প্রচলিত ধারা পরাজিত হয়েছে। বর্তমান প্রজন্মের এই মানসিক চাওয়া বুঝতে ব্যর্থ হলে ভবিষ্যতে বড় দলগুলোকে বড় খেসারত দিতে হবে।’ সংবিধানের কথা প্রসঙ্গে ফুয়াদ...