বাগেরহাটের রামপাল থানার ওসির নেতৃত্বে গত বুধবার গভীর রাতের এক অভিযানে ৩ কেজি গাজা ও গাজা মাপার যন্ত্রসহ ৪ মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছে। এ সময় মাদক বিক্রেতাদের ব্যবহ্নত একটি মটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো শেখ মিলন (২৮), শেখ রিপন (২৬), আল আমিন (২৬) ও মিরন খান (২৪)। এ ঘটনা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছে। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে রামপাল থানার ওসি মো. আতিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গত বুধবার দিনগত রাত ১ টার দিকে উপজেলার বাশতলী গিলেতলা হাওলাদার পাড়া অভিযান চালিয়ে তাদের আটক করে। এদের নিকট থেকে ৩ কেজি ২০০ গ্রাম গাজা ও গাজা পরিমাপের যন্ত্র উদ্ধার করা হয়। সম্পাদক কর্তৃক...