জাকসুর ভোট গোণার কাজ চলার সময় দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষিকার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র সবাই যেমন শোক জানাচ্ছেন তেমনি প্রশ্ন তুলছেন এই মৃত্যুতে নির্বাচনের অব্যবস্থাপনার দায় কতটা। নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোট গোণার সময় অসুস্থ হয়ে পড়েন। এরপর সকাল ৯টায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ডা. শাওন হোসেন তাকে মৃত ঘোষণা করেন। দুপুর ১টায় তার মরদেহ বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলাভবনের সামনে আনা হলে শিক্ষার্থীরা শোকে বিহ্বল হয়ে পড়েন। এই শিক্ষিকার মৃত্যুতে অনেকের মত গভীর শোক জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অধ্যাপক সুলতানা আক্তার। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য শিক্ষকদের অমানুষিক পরিশ্রমের প্রতিদান হিসেবে এই মৃত্যু এবং প্রাপ্ত সম্মানির পরিমাণ শ্রমিকের ঘণ্টা হিসেবেও কম।’ তিনি প্রশ্ন তুলে বলেন, ‘হলে ভোট গ্রহণ হলেও...