বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের এক বার্তায় জানানো হয়েছে, বিদ্যুৎ উপদেষ্টার আশ্বাস পাওয়ার পর আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গণছুটি কর্মসূচি প্রত্যাহার করেছেন। বার্তায় বলা হয়েছে, আরইবি-পিবিএস সংস্কারের মাধ্যমে গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করে মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৪ সালের জানুয়ারি থেকে আন্দোলন শুরু হয়। দীর্ঘদিনের আন্দোলনের পর সরকার বিভিন্ন সময়ে একাধিক কমিটি গঠন করলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অসহযোগিতার কারণে তা বাধাগ্রস্ত হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিরুদ্ধে প্রতিবাদ করলেই কর্মীদের মামলা, চাকরিচ্যুতি, বরখাস্তসহ নানা ধরনের দমন-পীড়ন চালানো হয়। চলতি বছরের ২১ মে থেকে শহীদ মিনারে ১৬ দিনব্যাপী আন্দোলনের পর বিদ্যুৎ বিভাগের লিখিত আশ্বাসে ৫ জুন কর্মসূচি প্রত্যাহার করা হয়। এরপর ১৭ জুন বিদ্যুৎ বিভাগ দুটি কমিটি গঠন করলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাস্তবায়ন না করে কর্মীদের...