আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ তার নির্বাচনী এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভা করেছেন। এ সময় এনপিপির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুক্রবার দুপুরে তিনি লোহাগড়া শহরের নিজ বাড়ি থেকে শতাধিক মোটরসাইকেল ও ইজিবাইক বহর নিয়ে গণসংযোগে বের হন। ড. ফরহাদ লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া বাজার এবং পাচুড়িয়া হাটে উপস্থিত ক্রেতা, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এবং পথসভা পরিচালনা করেন। এ সময় এনপিপির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বেলাল আহম্মদ, নজরুল ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত আলী, নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,...