শুক্রবার ফেইসবুক পোস্টে ওই ঘটনার সময় ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ছিনতাইকারীদের আক্রমণে আহত হয়েছেন মো. জিসান ও ফয়সাল হোসেন। তাদের বাসা কুমিল্লায়। ‘মটোভ্লগার’ জিসানের বাইক ও ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। সেই ঘটনার দৃশ্য ধরা পড়েছে তার হেলমেটে বসানো ক্যামেরায়। ভিডিওতে দেখা গেছে, কয়েকটি বাইকে বেশ কয়েকজন এসে জিসানের বাইক থামিয়ে কোপাতে শুরু করেন। একপর্যায়ে জিসান দৌড়াতে দৌড়াতে সাহায্য চাইতে থাকেন। তিনি বন্ধু ফয়সালকে বাইক দিয়ে ছিনতাইকারীদের বাইকে ধাক্কা দিতে বলেন। ফয়সাল সেটি করলে ছিনতাইকারীরা তাকেও কুপিয়ে জখম করেন। বৃহস্পতিবার সেই ঘটনার ভিডিও নিজের ফেইসবুক পেইজে পোস্ট করেন জিসান। সেখানে তিনি লেখেন, ছিনতাইকারীরা গুলি ছোড়ে। ধারালো অস্ত্র দিয়ে হাত-পায়ে কোপায়। এতে তার হাতের আঙ্গুল কেটে পড়ে যায়। ফয়সালের মাথায় কোপ দেয়। ছিনতাইকারীরা...