এক বছর আগে বাবার ছুরিকাঘাতের শিকার হওয়ার ভয়াবহ ঘটনা নিয়ে প্রথমবারের মতো কথা বললেন লামিনে ইয়ামাল। বার্সেলোনা তারকা জানালেন, ঘটনাস্থলে ছুটে যেতে বাধা দেওয়ার জন্য আত্মীয়রা তাকে বাড়িতে তালাবদ্ধ করে রেখেছিল। ২০২৪ সালের অগাস্টে বার্সেলোনা থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারো শহরে একটি পার্কিং লটে ইয়ামালের বাবা মুনির নাসরাউইকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তখন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, কিছু লোকের সঙ্গে মুনিরের কথা-কাটাকাটি হয়। এরপর লোকগুলো ফিরে এসে তাকে আক্রমণ করে ও একাধিকবার ছুরিকাঘাত করে চলে যায়। ১৮ বছর বয়সী ইয়ামাল বৃহস্পতিবার প্রকাশিত এক পডকাস্ট-এ তুলে ধরেন, কীভাবে ঘটনাটি জানতে পেরেছিলেন তিনি। “আমার কাজিন মোহার সঙ্গে গাড়িতে ছিলাম আমি। গাড়িতে কারপ্লে ছিল, যা ফোনকে স্পিকারের সঙ্গে সংযুক্ত করে। আমার কাজিন, যে মরক্কোতে ছিল, আমাকে ফোন করে জিজ্ঞেস করল: ‘তুমি কি একা?’ এরপর...