১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল সংবিধানের ২৭৩(১) অনুচ্ছেদের অধীনে প্রতিনিধি পরিষদ ভেঙে দিতে এবং জরুরি অবস্থা ঘোষণা করতে সম্মত হয়েছেন। প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেলের মতে, শুক্রবার সকাল থেকে প্রেসিডেন্টের কার্যালয় শীতল নিবাসে নিবিড় আলোচনার পর, সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগের জন্য একটি সমঝোতা হয়েছে। এই পদক্ষেপ বিক্ষোভকারী জেন-জেড এর দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ, যারা অবিলম্বে সংসদ ভেঙে দেওয়ার এবং একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের দাবি জানিয়ে আসছেন। পোখরেল আরও বলেন, কার্কি আজ রাত ৯টার দিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদলকর্মী আকিব গুরুতর আহত বাঘাইছড়িতে বন্যার্তদের ত্রাণ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন ভোট চোরদের তাড়াতে এ দেশের...