১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং চীনের ভাইস প্রিমিয়ার হি লাইফেং আগামী সপ্তাহে স্পেনের মাদ্রিদে বৈঠকে বসবেন, যার ফলে বাণিজ্য, নিরাপত্তা এবং অর্থনৈতিক উত্তেজনা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা বহাল থাকবে, ওয়াশিংটন এবং বেইজিং উভয়ই শুক্রবার নিশ্চিত করেছেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, রোববার থেকে শুরু হয়ে চার দিন ধরে এই আলোচনা চলবে। ‘উভয় পক্ষই অর্থনৈতিক ও বাণিজ্য বিষয় নিয়ে আলোচনা করবে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক ব্যবস্থা, রপ্তানি নিয়ন্ত্রণের অপব্যবহার এবং টিকটক,’ গণমাধ্যমের প্রশ্নের জবাবে মন্ত্রণালয় জানিয়েছে। গত বছর, মার্কিন কংগ্রেস টিকটকের উপর দেশব্যাপী নিষেধাজ্ঞা অনুমোদন করে যদি না এর চীনা মূল কোম্পানি বাইটড্যান্স ১৯ জানুয়ারির মধ্যে তার নিয়ন্ত্রণকারী অংশীদারিত্ব বিক্রি করে। নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও, মার্কিন প্রেসিডেন্ট...