নেপালে অন্তবর্তীকালীন প্রশাসন গঠনের আলোচনা চলছে এবং এতে নেতৃত্ব দিচ্ছে প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেলের কার্যালয়। শুক্রবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজা রাম এ তথ্য জানিয়েছেন। তিনি আনাদোলুকে টেলিফোনে বলেন, সংশ্লিষ্ট কার্যালয় বিষয়টি দেখছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট পাওডেল সব পক্ষকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, প্রতিবাদকারীদের দাবি পূরণের জন্য প্রচেষ্টা চলছে। গত সোমবার থেকে চলা সহিংস আন্দোলনে অন্তত ৫১ জন নিহত হয়েছেন এবং শত শত মানুষ আহত হয়েছেন। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে বিদায় নিতে বাধ্য করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন পুলিশ সদস্য, ২১ জন প্রতিবাদকারী, ১৮ জন সাধারণ মানুষ ও ৯ জন বন্দি। সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলও এ আলোচনায় অংশ নিচ্ছেন বলে জানান মুখপাত্র রাজা রাম। তবে অন্তবর্তীকালীন প্রশাসন কবে নাগাদ গঠিত হতে পারে—এ বিষয়ে কোনো...