কক্সবাজার বিজিবির রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ২৬ হাজার ৭০০ পিস বার্মিজ ইয়াবাসহ একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮০ লাখ ১০ হাজার টাকা। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় ও সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি সন্দেহজনক সিএনজি আটক করা হয়। এ সময় যাত্রী হাছান লালুকে আটক করা...