একই ছাদ, একই হল, আবার সেই পুরোনো আড্ডার গন্ধ— কিছুক্ষণের জন্য যেন সময় থমকে গেল। কারও চোখে উজ্জ্বল উচ্ছ্বাস, কারও মুখে হাসি, আর মন যেন ভরে উঠেছিল পুরোনো দিনের স্মৃতিতে। প্রবীণ ও তরুণ প্রাক্তন— সবাইকে একসঙ্গে দেখে মনে হচ্ছিল, বছরের ব্যবধান কেবল সংখ্যা মাত্র।শুক্রবার (১২ সেপ্টেম্বর) নগরের জিইসি কনভেনশন সেন্টারে মিলিত হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চার হাজারের মতো প্রাক্তন শিক্ষার্থী।শুরু বিকেল ৩টায়, শেষ রাত সাড়ে ১১টায়— ঘণ্টার পর ঘণ্টাজুড়ে চলা পুনর্মিলনী যেন হয়ে উঠেছিল অতীত আর বর্তমানের এক অদ্ভুত মেলবন্ধন। বিকাল ৩টায় বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী, পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ একরামুল করিম, সদস্য মাহবুবের রহমান শামীম, এমএ হালিম ও সদস্য সচিব কামরুল হাসান হারুন।উপস্থিত ছিলেন এমডি ফখরুল ইসলাম, শাহ মোহাম্মদ, সেলিম, ইফতেখার...