ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে মো. আহসান হাবীব ইমরোজ সহ-সভাপতি (ভিপি) এবং খালেদ হাসান সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শেষে রাতে প্রকাশিত ফলে আরও দেখা গেছে, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন ফারহাজ বিন নুর নিশাত। আহসান ছাত্রশিবির সমর্থিত ও খালেদ গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত হলেও নির্বাচন করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। জহুরুল হক হলে সাহিত্য সম্পাদক হয়েছেন মো. তামিম ইকবাল, সংস্কৃতি সম্পাদক পদ পেয়েছেন মো. সাদিক ইসমাইল তাহসিন ও পাঠচক্র সম্পাদক নির্বাচিত হয়েছেন সুফি আহমেদ। এ ছাড়া অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে...