প্রধান উপদেষ্টার ঘোষণার প্রেক্ষিতে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও আমান উল্লাহ আমান।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ মাঠে আবদুল খালেক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।আমান বলেন, দীর্ঘ ১৬ বছরের সংগ্রাম শেষে আজ বিএনপি আবার জনগণের দোরগোড়ায় ফিরে এসেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজে ৬ বছর কারাবাস করেছেন, আমিও দীর্ঘ সংগ্রাম আর নির্যাতনের শিকার হয়েছি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। আমিও স্পষ্ট ভাষায় বলতে চাই— ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।তিনি বলেন, বিএনপি...