নিজস্ব প্রতিবেদক, গাজীপুর ||রাইজিংবিডি.কম শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে শ্রমিক সমাবেশে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “বাংলাদেশের পুরনো যে সংবিধান, সেখানে শ্রমিকদের অধিকার, জানতার অধিকার নিশ্চিত করা হয়নি৷ এই সংবিধান বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারেনি৷ আমরা বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাচ্ছি, অবশ্যই শ্রমিকদের অধিকারের কথা ও জনতার অধিকারের কথা থাকে, এমন একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে৷ বাংলাদেশের মানুষের কথা, শ্রমিকদের কথা এই সংবিধানে পরিষ্কারভাবে সুরক্ষিত করতে হবে৷” শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তা এলাকায় চান্দনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি।আরো পড়ুন:বান্দরবানে ইটভাটার ২ শ্রমিক নিখোঁজগোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু আখতার হোসেন বলেন, “চব্বিশের অভ্যুথানের পরেও শ্রমিকের অধিকার নিশ্চিত...