পিআর সিস্টেমে নির্বাচনের জন্য আন্দোলন করবেন বলে ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে খুলনা নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। শায়েখে চরমোনাই বলেছেন, পিআর সিস্টেমেই নির্বাচন হবে, ইনশাআল্লাহ। এই পিআর সিস্টেমে নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠন হবে। যেখানে চাঁদাবাজি থাকবে না, কালো টাকার ব্যবহার হবে না। পেশি শক্তির ব্যবহার করতে পারবে না। যেখানে সেন্টার দখল হবে না। পিআর সিস্টেমে নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে নিরাপদ নির্বাচন। ফয়জুল করীম বলেন, পিআর সিস্টেমে নির্বাচনের জন্য আমরা আন্দোলন করবো, সংগ্রাম করবো। সরকারকে বলবো পিআর সিস্টেমে নির্বাচন দেন, যদি না দেন তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে গণভোট দেওয়ার জন্য বাক্স দেন। যদি জনগন পিআর সিস্টেম চাই, তাহলে...