১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম মানুষের নিত্য দিনের কাজে বুদ্ধিমান রোবটগুলো জায়গা করে নিচ্ছে এমন সব প্রযুক্তি পণ্য সমাহারে চীনের ছোংছিংয়ে চলছে ওয়ার্ল্ড স্মার্ট ইন্ডাস্ট্রিজ এক্সপো। মেলায় বিভিন্ন পরিস্থিতি ও কাজে ব্যবহারের জন্য চীনের তৈরি "দ্য ফাইভ" নামের একটি রোবট সবার বিশেষ নজর কেড়েছে। নির্দেশ পাওয়ার পর, এটি প্রদর্শনীর একজন কর্মীকে আলতোভাবে জড়িয়ে ধরে। রোবটের "মস্তিষ্ক" প্রেসার সেন্সরের মাধ্যমে প্রযুক্ত বলকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে, যা আলিঙ্গনের সময় স্থিতিশীলতা নিশ্চিত করে পাশাপাশি অতিরিক্ত চাপ দেওয়া থেকেও বিরত রাখে। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য তৈরি এই একটি ওপেন প্ল্যাটফর্ম প্রযুক্তির রোবটটি প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে। চীনের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট-এর ভাইস প্রেসিডেন্ট কাই কুয়াংচৌং বলেন, "যদি আমরা মানুষকে উপমা হিসেবে ব্যবহার করি, মানুষের যেমন একটি সেরিবেলাম...