এশিয়া কাপে দুবাইয়ে আগামী রবিবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ম্যাচের আগে ভারতের তিন ক্রিকেটার স্পিনার কুলদিপ যাদব, অল-রাউন্ডার রিংকু সিং এবং উইকেটকিপার ব্যাটসম্যান জিতেশ কুমার খাবার খেয়েছেন 'রাজু অমলেটে'। তাদের রাজু অমলেটে খাবার খাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। এর আগে চলতি বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। সেই ম্যাচের আগে নাকি ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও কুলদিপ যাদব এখানেই খাবার খেয়েছিলেন। তাই সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, পাকিস্তান ম্যাচের আগে...