নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ধনু নদে স্পিডবোট উল্টে এক তরুণী ও তিন শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজেরা হলেন- উপজেলার বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫) ও সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন জানান, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বরযাত্রায় স্পিডবোট ভাড়া করা হয়। তবে, বরযাত্রার আগে প্রায় ১৫ জন স্বজন মিলে নদেতে বেড়াতে বের হন। এ সময় একটি বাল্কহেডকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি নৌকার সাথে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এতে...