চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “টেরীবাজার শুধু একটি বাজার নয়, এটি চট্টগ্রামের অর্থনীতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বাজারের উন্নয়ন, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।” মেয়র বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। সিটি কর্পোরেশন বাজারের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা ও যানজট নিরসনে নিরলসভাবে কাজ করছে। ব্যবসায়ীরা একযোগে কাজ করলে টেরীবাজারকে একটি আধুনিক, নিরাপদ ও সুশৃঙ্খল বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনায় টেরীবাজারকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হবে। বাজারের পরিবেশ উন্নত করার পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণেও তিনি প্রতিশ্রুতি দেন। সভায় ব্যবসায়ীরা অবকাঠামোগত সংকট, যানজট, বাজার পরিচ্ছন্নতা ও আইনশৃঙ্খলার মতো বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মেয়র তা মনোযোগ...