শফিকুল আলম বলেন, নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই। এটি অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট। কেউ যদি বানচালের চেষ্টা করে, তার কোনো সুযোগ নেই। বাংলাদেশে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। প্রধান উপদেষ্টার কথায় এটি ফাউন্ডেশনাল ইলেকশন। যেটি সামনের নির্বাচনগুলোকে দিক-নির্দেশনা দেবে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে তিনি বলেন, নির্বাচন সবাই মিলে করে। পুলিশ তার কাজ করবে। জনগণও তার কাজ করবে। উৎসবমুখর পরিবেশ থাকলে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করতে পারবে না। আমরা আশা করছি, নির্বাচন ফ্রি, ফেয়ার এবং পিসফুল হবে। সেটি করতে যা যা করার সেটি এই অন্তর্বর্তী সরকার করবে। নির্বাচনকালে সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ, রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতে সবাই কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ৮ লক্ষ্যের ওপর পুলিশ, আনসার, বিজিবি এবং কোস্টগার্ড নিযুক্ত করা হবে। আশা করছি ভালো নির্বাচন হবে...